সরকারি মুকসুদপুর কলেজ

Govt. Muksudpur College

সরকারি মুকসুদপুর কলেজ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী মুকসুদপুর কলেজটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু সংযুক্ত চার লেন বিশিষ্ট ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মুকসুদপুর উপজেলা সদরে আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে স্থানীয় হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৯৭২ সালে শ্যামল প্রকৃতির এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়। দেশপ্রেমিক, শিক্ষা মনস্ক ব্যক্তি এবং নিবেদিত প্রাণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুগোপযোগী তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা দান, ক্রীড়া ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনের পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যাতে করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ও আর্থ-সামাজিক জীবন প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রসঙ্গত, কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০টি বিষয়ে, ডিগ্রি (পাস) পর্যায়ে ১৪টি ও স্নাতক (সম্মান) কোর্সে ২টি বিষয়সহ মোট ৩৬টি বিষয়ে সর্বমোট ৫০০০ জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। বর্তমানে শিক্ষার্থীদের মুক্তচিন্তা চর্চায় মনোযোগী করে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে।