ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, মহান স্বাধীনতার ও স্থাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন এতিহ্যবাহী মুকসুদপুর কলেজটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু সংযুক্ত চার লেন বিশিষ্ট ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মুকসুদপুর উপজেলা সদরে জাতির জনকের ইচ্ছা ও অনুষ্ধেরণা, আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৯৭২ সালে শ্যামল প্রকৃতির এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়।দেশ প্রেমিক, শিক্ষা মনস্ষ ব্যক্তি এবং নিবেদিত প্রাণ শিক্ষকদের অক্রান্ত পরিশ্রমে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের বিজ্ঞান মনক্ক, যোগোপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা হণ, ক্রীড়া ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনের পাশাপাশি দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয়, যাতে করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ও আর্থ-সামজিক জীবন প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রসঙ্গত কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০টি বিষয়ে, ডিথি (পাস) পর্যায়ে ১৪ টি ও স্নাতক (সম্মান) কোর্সে ০২ টি বিষয়সহ ৩৬ টি বিষয়ে সর্বমোট ৫০০০ জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। বর্তমানে শিক্ষার্থীদের মুক্তচিন্তা চর্চায় মনোযোগী করে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে।
উল্লেখ্য যে, মুকসুদপুর কলেজটি সরকারিকরণের লক্ষে এই কলেজের গভর্নিং বডির সভাপতি ও গোপালগ্জ-১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফারুক খান এম.পি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একখানা উপানুষ্ঠানিক পত্র দাখিল করেন। মাননীয় প্রধানমন্ত্রী কলেজটি সরকারিকরণের লক্ষে সানুখহ সম্মতি প্রদান করেন। এ প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নং ০৩.০০১.০০০.০০-০০.০৬.২০১৩-৭৯ তারিখ ৩১ অক্টোবর ২০১৩ খ্রিঃ মোতাবেক কলেজটি সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করে পত্র প্রেরণ করেন। উক্ত পর্রের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং শিম্/শাঃ ৯ (কেলেজ-৪) সঃকঃ ৩/২০০৯/৫৪১ তাং ০৪ নভেম্বর ২০১৩ খ্রিঃ এক আদেশ বলে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন মুকসুদপুর কলেজটি সরকারিকরণের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে, প্রতিবেদন এবং বার্ষিক আর্থিক সংশ্লেষ উল্লেখ পূর্বক জরুরি ভিত্তিতে হালনাগাদ প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করে পত্র প্রেরণ করেন।
অতঃপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে কলেজটি শিক্ষা মন্ত্রণালেয়র স্মারক নং ৩৭.০০.০০০০.০৭০.০২.০৩২.২০১৫-৬৪০ তাং ১১ এপ্রিল ২০১৬ খ্রিঃ তারিখ থেকে কলেজটি জাতীয়করণ করা হয় । কলেজটির বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ঈর্ষনীয় ফলাফল অর্জন যা স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে ভূয়সি প্রশংসিত হয়েছে বারবার। মুকসুদপুর উপজেলার প্রাণকেন্দ্রে একমাত্র সরকারি কলেজ।
বর্তমানে (০১/১২/২০২০ খ্রিঃ তারিখ) উক্ত সরকারি কলেজটি একজন সুযোগ্য, সুদক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষ প্রফেসর কে.এম কওসার আলী বি.সি.এস (সাধারণ শিক্ষা) এর মাধ্যমে সুচারুভাবে পরিচালিত হচ্ছে।