তিনি ১৯৬৮ সালের ০৯ আগস্ট গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন রাজপাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ হোসেন আলী মোল্লা ও মাতা মিসেস মাজেদা খাতুন।
শিক্ষা জীবন:
এসএসসি: তিনি ১৯৮৩ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখা হতে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
এইচএসসি: ১৯৮৫ সালে তিনি খুলনা জেলার ঐতিহ্যবাহী ব্রজলাল (বি.এল.) কলেজ থেকে মানবিক শাখা হতে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
বিএসএস (অনার্স): তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট হতে বিএসএস (অনার্স) ডিগ্রি লাভ করেন।
এমএসএস: ১৯৯০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট হতে এমএসএস ডিগ্রি লাভ করেন।
পারিবারিক জীবন:
সরকারি চাকরিতে যোগদান করার পর ১৯৯৭ সালের ০৭ আগস্ট তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
পারিবারিক জীবনে তিনি ০২ কন্যা ও ০১ পুত্র সন্তানের জনক।
কর্মজীবন:
তিনি ১৯৯৪ সালের ১ জুলাই ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত পদ্মা মহাবিদ্যালয়ে প্রভাষক, সমাজকল্যাণ পদে যোগদান করে ১৯৯৬ সালের ০৮ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন।
সরকারি চাকুরিকাল:
১৬তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সমাজকল্যাণ বিষয়ের মেধাক্রমে চতুর্থ স্থান অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালের ১০ আগস্ট সরকারি সরপুর কলেজ, সরপুর, ফরিদপুর-এ প্রভাষক, সমাজকল্যাণ পদে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরি জীবন শুরু করেন। ২০০১ সালের জানুয়ারি মাসের ০৩ তারিখে বদলি হয়ে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর-এ যোগদান করেন।
তিনি ২০০৮ সালে পদোন্নতি প্রাপ্ত হয়ে উক্ত কলেজে সহকারী অধ্যাপক, সমাজকল্যাণ পদে যোগদান করেন।
তিনি ২০১৪ সালের ১০ নভেম্বর পদোন্নতি প্রাপ্ত হয়ে সহযোগী অধ্যাপক, সমাজকল্যাণ হিসেবে শতবর্ষের ঐতিহ্যে লালিত সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এ যোগদান করেন।
২০২৩ সালে তিনি পুনরায় পদোন্নতি প্রাপ্ত হয়ে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-এ সমাজকল্যাণ বিষয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ২১-০৩-২০২৩ খ্রি. তারিখে যোগদান করেন।
তিনি ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি অধ্যক্ষ হিসেবে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ), ডাসার, মাদারীপুর-এ যোগদান করেন।
২০২৫ সালের ০৬ মে বর্তমান কর্মস্থল সরকারি মুকসুপুর কলেজ, মুকসুপুর, গোপালগঞ্জ-এ অধ্যক্ষ হিসেবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন।
প্রশিক্ষণ:
তিনি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ (২৭-০৯-২০০৩ থেকে ২৩-১০-২০০৩ খ্রি. তারিখ পর্যন্ত),
মাস্টার ট্রেইনার (সৃজনশীল) প্রশিক্ষণ (২৯-১২-২০১২ থেকে ১৭-০১-২০১৩ খ্রি. তারিখ পর্যন্ত),
শিক্ষক প্রশিক্ষণ (১৮-১১-২০১৪ থেকে ১৫-১২-২০১৪ খ্রি. তারিখ পর্যন্ত),
কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণ (০৭-০৩-২০১৫ থেকে ১২-০৩-২০১৫ খ্রি. তারিখ পর্যন্ত),
বিষয়ভিত্তিক ডিজিটাল কনটেন্ট প্রশিক্ষণ (১৯-১১-২০১৯ থেকে ১২-১২-২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত)
এবং অ্যাডভান্সড কোর্স অন এডুকেশন ম্যানেজমেন্ট (ACEM) প্রশিক্ষণ (২৪-০৫-২০২১ থেকে ০৭-০৭-২০২১ খ্রি. তারিখ পর্যন্ত) সম্পন্ন করেছেন।